স্বদেশ ডেস্ক:
বিশ্বের অনেক দেশের মতো রাশিয়ায়ও শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এদিন রাজধানী মস্কোর গ্র্যান্ড মসজিদসহ আশপাশের মসজিদগুলোতে হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।
ঈদের জামাতের সময় মুসল্লিদের সমাগমে মস্কোর গ্র্যান্ড মসজিদ ছিল পরিপূর্ণ। এছাড়া মসজিদের আঙ্গিনা ও সামনের সড়কগুলোতেও মুসল্লিদের দীর্ঘ সারি চোখে পড়েছে। একসময় সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, মসজিদগুলো ও আশপাশের এলাকাগুলোতে ঈদের জামাত নির্বিঘ্ন করতে রুশ পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। শুক্রবার মস্কো ছাড়াও রাশিয়ার আরো বেশকিছু শহর ও মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি