স্বদেশ ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। পূর্ণ শক্তির দল নিয়েই ওয়ানডে সুপার লিগের লড়াইয়ে নামবে আইরিশরা। সেই লক্ষ্যে ঘোষিত দলে তারা ফিরিয়েছে জশুয়া লিটলকে। আইপিএল থেকে ৫ মে ফিরে জাতীয় দলে যোগ দেবেন এই পেসার।
নিজেরা আয়োজক হলেও খেলা হচ্ছে না আয়ারল্যান্ডে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে আইরিশরা সিরিজ আয়োজন করেছে ইংল্যান্ডে। কেননা সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের পথে পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চায় তারা।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে তারিখে।
আয়ারল্যান্ড স্কোয়াড : অ্যান্ড্রু বালিবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।