স্বদেশ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ-উল-ফিতরের আনন্দ তাদের প্রিয়জন এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল) তিনি সকলের প্রতি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আসুন আমরা পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঈদ মোবারক।’
তিনি আরো বলেন, ‘ঈদ-উল-ফিতর অনাবিল আনন্দ, সুখ ও শান্তি বয়ে আনুক।’
সূত্র : ইউএনবি