স্বদেশ ডেস্ক:
বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে অবস্থানরত দুই মালয়েশিয়ান এনফোর্সার্সকে গ্রেফতার করেছে মালয়েশিয়া দূর্নীতি দমন কমিশন (এমএসিসি)। খবর দৈনিক মালায় মেইলের।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করে প্রতিবেদন করেছে দেশটির গণমাধ্যমের একাধিক পত্রিকা। তবে পুলিশ এ সময় গ্রেফতার কর্মকর্তাদের ছবি ও নাম ঠিকানা প্রকাশ করেনি।
সূত্রে জানা গেছে, কলিং ভিসা ও ট্যুরিস্ট ভিসায় সিন্ডিকেটের সাথে জড়িত সন্দেহে মালয়েশিয়ান ওই দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির দূর্নীতি দমন কমিশন (এমএসিসি/এসপিআরএম)। এ সময় গ্রেফতার দুই কর্মকর্তা থেকে ২০টি ব্যাংক অ্যাকাউন্টসহ মালয়েশিয়ান রিংগিতে প্রায় তিন মিলিয়নের বেশি সম্পদ জব্দ করা হয়েছে। এসবে বাংলাদেশ ও মালয়েশিয়ার কলিং ভিসায় সিন্ডিকেটে দূর্নীতির সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছে এসপিআরএম।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ থেকে কলিং ভিসায় সিন্ডিকেটের মাধ্যমে দূর্নীতি এবং ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করা, অতিরিক্ত আদায় করাসহ নানা দূর্নীতির বিরুদ্ধে এমএসিসি ও এসপিআরএম তদন্ত করতে গিয়ে অনিয়মের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা।
উল্লেখ্য, মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নিয়োগে সিন্ডিকেটের কারণে জনপ্রতি সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হচ্ছে বলে অনেক আগেই অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বছর এসপিআরএম-এর হাতে কয়েকজন মাস্টার মাইন্ডকে গ্রেফতারও করা হয়েছিল। পরে এ বিষয়ে আর বিস্তারিত জানা যায়নি।