শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ

ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ

স্বদেশ ডেস্ক:

ঈদযাত্রার চতুর্থ দিন আজ বৃহস্পতিবার যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল রাস্তা যানজটমুক্ত থাকায় এ বছর ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষ। সকাল থেকে কোথাও কোনো দুর্ভোগ পোহাতে হয়নি ঘরমুখো মানুষের। রাস্তায় ভোগান্তি না হওয়ায় খুশি যানবাহনের চালক ও যাত্রীরা।

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে গত সোমবার থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ যতই ঘনিয়ে আসছে, মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়ছে। বাস, ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ নানা যানবাহনে ফিরছেন ঘরমুখো মানুষ।

ট্রাকচালক মো. তাহের বলেন, ‘আমার বাড়ি পঞ্চগড়। অন্যবারের চাইতে এবার ঈদের সময় রাস্তাঘাটে যানজট অনেক কম।’

যাত্রী নাসির হোসেন বলেন, ‘আমি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। ঈদের আগে মহাসড়কে যান চলাচল এতটা স্বাভাবিক থাকবে ভাবতে পারিনি। এবার যানবাহনের চাপ থাকলেও রাস্তায় যানজট নেই।’

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘টাঙ্গাইল জেলা মহাসড়ক এবং এলেঙ্গা থেকে ১৩ কিলোমিটার ২ লেনে ট্রাফিক মোতায়েন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এ জন্য ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877