স্বদেশ ডেস্ক:
বাপ্পী নাম শোনা মাত্রই ৪০ হল বুকিং হবে- এমন দাবি করেছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। শুধু তাই নয়, তিনি বলেছেন তার সঙ্গে কাদের সিনেমা মুক্তি পাচ্ছে তা নিয়ে ভাবার সময়ই নেই তার। এই মন্তব্য নিয়ে ‘কিল হিম’ সিনেমার পরিচালক এমডি ইকবাল বাপ্পীকে নিজের পায়ের নিচে মাটি আছে কিনা সেটি দেখার পরামর্শ দিয়েছেন। বিপরীতে বাপ্পী প্রতিক্রিয়া জানিয়েছেন গতকাল এক সংবাদ সম্মেলনে। সেখানে তিনি বলেন, বাপ্পীর মাটির তলায় মাটি আছে বলেই ৩৬ টি সিনেমা মুক্তি পেয়েছে। বাপ্পী নারায়ণগঞ্জের সম্ভান্ত ব্যবসায়ী পরিবারের ছেলে। আমার বাবা একজন ব্যবসায়ী ও সমাজসেবক। আমি নারায়ণগঞ্জের ছেলে। নারায়ণগঞ্জের ছেলেদের পায়ের তলায় সব সময় মাটি থাকে। যিনি কথাটি বলেছেন তাকে অনেক সম্মান করি।হয়তো উনি বলে থাকতে পারেন। তবে বলতে চাই, বাপ্পী আভিজাত্য দেখেই বড় হয়েছে, মেপে কথা বলা উচিত। আমি তো কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। আমি ছবি নিয়ে কথা বলি। কখনও বলি নাই আমি তাদের ছবিটা খারাপ। আমি বলবো পারসোনাল অ্যাটাক করার দরকার নেই, সিনেমা নিয়ে কথা হবে।