শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

জনসংখ্যার দিক থেকে এই বছর চীনকে ছাড়িয়ে যাবে ভারত : জাতিসঙ্ঘ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ভারতের জনসংখ্যা চলতি বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। ওই সময় ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যার চেয়ে প্রায় ৩০ লাখ বেশি হবে।

বুধবার প্রকাশিত জাতিসঙ্ঘের এক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। খবর এএফপির।

জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিলের ‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোটের্’ দেখানো হয়েছে যে এই বছরের মাঝামাঝি সময়ে চীনের ১.৪২৫৭ বিলিয়নের তুলনায় ভারতের জনসংখ্যা ১.৪২৮৬ বিলিয়ন হবে।

চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত সরকারি উপাত্ত থেকে জানা যায়, ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো গত বছর চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, একই সময়ে বিশ্বের জনসংখ্যা বেড়ে ৮.০৪৫ বিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ