স্বদেশ ডেস্ক:
তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’, যা মুক্তি পাচ্ছে আসছে ঈদে। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটি গতকাল সোমবার বিনা কর্তনে মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। অ্যাকশন ঘরনার ‘কিল হিম’ মুক্তিতে আর কোনো বাঁধা থাকছে না।
এর ক’দিন আগে, প্রকাশ হয়েছে ‘কিল হিম’র টিজার। মুক্তির পর টিজারটি নিয়ে নানা কথা উঠলেও, দর্শকমহলে টিজারটি বেশ প্রশংসিত হয়েছে। আর অনন্ত জলিলও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপনারা এক মিনিটের টিজার দেখেছেন, কিন্তু আগামীতে ২ মিনিটের ট্রেলার আসছে। সেই ট্রেলার দেখলে আরও মুগ্ধ হবেন।’
অনন্ত জানান, এটি অ্যাকশন ধাঁচের সিনেমা। আর এর জন্য তাকে মার্শাল আর্ট শিখতে হয়েছে। সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে বর্ষাকে।
‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।