স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বুধবার দুপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পাপন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে, টুর্নামেন্টের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।’
এবারের বিপিএলে সাতটি দল খেলবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এই টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, সব দায়িত্ব বিসিবির। সব কিছু ঠিক করে আমরা জানিয়ে দিব। তবে নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।’
আগামী ডিসেম্বরের ৩ তারিখে বিপিএলের উদ্বোধন হবে। ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে ৬ ডিসেম্বর।