স্বদেশ ডেস্ক:
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টির লক্ষ্যে শ্রীলংকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে সালমা খাতুন, রুমানা আহমেদের মতো অভিজ্ঞদের। ডাক পেয়েছেন পেয়েছেন নতুন ও উদীয়মান ক্রিকেটাররা।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সুলতানা খাতুন। এছাড়া ওয়ানডেতে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ এপ্রিল, ২ ও ৪ মে। এর আগে ২৭ এপ্রিল শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে রয়েছে প্রস্তুতি ম্যাচ। আর ৯, ১১ ও ১২ মে হবে তিনটি টি-টোয়েন্টি। ৭ মে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।