স্বদেশ ডেস্ক:
কথায় বলে একটা দলকে তার অধিনায়ক সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেন। সেটা তার ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং যেকোনো কিছুর মধ্যে দিয়েই হতে পারে। মঙ্গলবার রাতে হায়দরাবাদে নিজেদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদকে সেইভাবেই সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন দলনায়ক এডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে দেখা গেল দুর্দান্ত ফর্মে ফিল্ডিং করতে। বাজপাখির মতো দু-দু’টি অনবদ্য ক্যাচে তিনি ফেরালেন মুম্বইয়ের দুই ব্যাটার ইশান কিষান এবং সূর্যকুমার যাদবকে।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন অনবদ্য ফিল্ডিংয়ের নিদর্শন দেখান মার্করাম। পরপর দুটি দুরন্ত ক্যাচে তিনি ফিরিয়ে দেন ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা ইশান এবং সূর্যকুমার যাদবকে। এই দুই ব্যাটারকেই আউট করেছেন জাতীয় দলে মার্করামের সতীর্থ মার্কো জানসেন। মঙ্গলবার বেশ ভালো ছন্দে বল করতে দেখা যায় মার্কো জানসেনকে। এক ওভারেই তিনি ফিরিয়ে দেন দুই মু্ম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটারকে। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে মু্ম্বই ইন্ডিয়ান্স দল। ঘটনাটি ঘটেছে তাদের ব্যাটিংয়ের সময়ে ১২ তম ওভারে।
ওভারে জানসেন প্রথমে আউট করেন ইশানকে। মার্করাম অনবদ্য ক্যাচে ফেরান ভারতের বাঁ-হাতি কিপার-ব্যাটারকে। এদিন ৩১ বলে ৩৮ রান করেন ইশান। তার ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং দুটি ছয়ে। তিনি যখন আস্তে আস্তে বিপজ্জনক হয়ে উঠতে শুরু করেছেন, ওই সময় ওভারের প্রথম বলেই তাঁকে ফেরান জানসেন। কিষান স্টেপ-আউট করে মারতে যান জানসেনকে। শর্ট বলটি তাঁর ব্যাটের উপরের দিকে লেগে শূন্যে উঠে যায়। অতিরিক্ত বাউন্সের কারণে শটটি তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এক্সট্রা-কভার অঞ্চলের উপর দিয়ে বলটি উপরে উঠে যায়। মিড-অফ অঞ্চল থেকে দৌড়ে গিয়ে অনেকটা অঞ্চল কভার করে নিজের হাতকে বিস্তৃত করে একটি অনবদ্য ক্যাচ নেন মার্করাম।
ওভারের পঞ্চম বলে সূর্যকে আউট করতে মার্করাম যে ক্যাচটি ধরেন, তা দেখে চক্ষু ছানাবড়া হয়ে যায় বিশেষজ্ঞদের। জানসেনের একটি স্লোয়ার কাটার বলে ড্রাইভ মারতে গিয়েও রুখে দেন সূর্য। এবার মিড-অফ থেকে নিজের বাঁদিকে ছুটে গিয়ে অস্বাভাবিক ক্ষিপ্রতায় ঝাঁপ দিয়ে বলটিকে তালুবন্দি করেন মার্করাম। ফলে ৭ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় সূর্যকে। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংস শেষে ১৯২ রান করতে সমর্থ হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস