স্বদেশ ডেস্ক:
মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটির রেশমি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল। গতকাল রোববার সংগঠনের সভাপতি শামসুল হুদা পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, চট্রগ্রাম এলাইমনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফুর রহমান, সাবেক ব্যাংক্কার আমিনুর রশিদ কাপ্তান, লুৎফুল বারী নিয়ন, মিনহাজ আহমদ, অধ্যাপক নজরুল ইসলাম,
এ সময় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ড. রাব্বি আলম, সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ মহি উদ্দিন, উপদেষ্টা কাজল মিয়া মেম্বার, সুনামগন্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মোহাম্মদ মুতালিব, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার, জগন্নাথপুর সমিতি মিশিগানের সভাপতি শাহ অপু আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাচিত মধু, বিয়ানীবাজার সমিতি মিশিগান সাবেক সভাপতি আবু তাহের লুৎফুর, ওয়ারেন সিটির প্লেনিং কমিশনার দেলোয়ার আনসার, আব্দুল মালেক, জাকারিয়া আহমদ, মাহবুব রাব্বি খান, গোলাপগঞ্জ সমিতি মিশিগানের আহবায়ক সাবুল হোসেন, মবশ্বীর আহমদ,সংগঠনের সহ-সভাপতি জাইক উদ্দিন, ইয়ান উদ্দিন,অপু মিয়াসহ আরও অনেকে।