সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

ফিফায় ২ বছর, বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ

ফিফায় ২ বছর, বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ

স্বদেশ ডেস্ক:

আর্থিক অনিয়ম ঢাকতে মিথ্যা তথ্য দেয়ার দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করার পর আজীবন নিষিদ্ধ করেছে বাফুফে

সোমবার (১৭ এপ্রিল) বাফুফের জরুরি সভা শেষে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ফিফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আজকের সভায় তাকে ফুটবলের সাথে কখনো সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ওই জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো: ইমরান হোসেন তুষারকে দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের এখানে যারা কাজ করছেন তারা প্রত্যেকে যার যার ইভেন্ট নিয়ে ব্যস্ত আছেন। মো: ইমরান হোসেন তুষার যিনি সভাপতির সাথে কাজ করছেন (প্রটোকল অফিসার), তাকে আমরা ভারপ্রাপ্ত হিসেবে তিন মাসের দায়িত্ব দিচ্ছি, সর্বোচ্চ ৬ মাস। এর মধ্যে আমরা বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ সম্পাদক নিয়োগ দেবো।’

এর আগে, শুক্রবার (১৪ এপ্রিল) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে নিষিদ্ধ করে।

ফিফা একইসাথে প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রা) জরিমানা করেছে সোহাগকে।

ফিফার ফাণ্ডের অপব্যবহারের কারণে সোহাগকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে ফিফার বিবৃতিতে জানানো হয়। সেখানে বলা হয়, বাফুফেকে দেয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভূয়া কাগজপত্র দাখিল করা হয়েছে।

ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেয়া তথ্য পর্যালোচনা করে ফিফার তদন্তে এবং শুনানিতে ত্রুটি ধরা পড়েছে।

সবশেষ গত ফেব্রুয়ারিতে ফিফার সদর দপ্তরে ডাক পড়েছিল সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরো তিন কর্মকর্তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877