স্বদেশ ডেস্ক:
রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটের আগুন আধাঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরো দুটি ইউনিট বাড়ানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।