স্বদেশ ডেস্ক:
পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহের উৎস নিয়ে বিজ্ঞানীরা এতদিন বিতর্কে জড়িয়েছেন। অনেকেরই ধারণা ছিল পানি সরবরাহে ভূমিকা রাখে গ্রহাণুগুলো। তবে নতুন এক গবেষণা বলছে, পৃথিবী নিজেই তার পৃষ্ঠের হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুুমণ্ডল এবং ম্যাগমার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পানি সরবরাহ করছে।
নেচার জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, পৃথিবী যদি তার বর্তমান আকারের ০.২ থেকে ০.৩ গুণ বড় হতো, তবে এটি দীর্ঘ সময়ের জন্য বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারত। তখন ওই বায়ুমণ্ডলটি পৃথিবীর বর্তমান বায়ুমণ্ডলের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সমৃদ্ধ হতো। বর্তমানে বায়ুমণ্ডলে ৭৮ শতাংশ নাইট্রোজেন রয়েছে।
আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেনের অস্তিত্ব রয়েছে। গবেষকরা দেখতে পেয়েছেন, বায়ুুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন নিচের পৃষ্ঠের গলিত ম্যাগমার সঙ্গে মিশে যাবে; যা পৃথিবীর বৃহত্তম এবং ঘন স্তর। এরপর এখান থেকে ম্যান্টেল তৈরি করবে। এই রাসায়নিক বিক্রিয়ার একটি উপজাত হিসেবে গ্রহে পানি উৎপন্ন হয়ে থাকে।
এই ধরনের হাইড্রোজেনসমৃদ্ধ বায়ুমণ্ডল সাধারণত আমাদের সৌরজগতের বাইরে অনেক নবগঠিত পাথুরে গ্রহের চারপাশে পাওয়া যায়। গবেষক দলটি ২৫টি যৌগ এবং ১৮টি ভিন্ন রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণের একটি মডেল তৈরি করেছে। দেখতে পেয়েছেন এসব রাসায়নিক বিক্রিয়ার কারণে প্রচুর পানি তৈরি হওয়া সম্ভব হয়েছে, যা গ্রহ এবং এর বায়ুমণ্ডলে অবস্থান করছে।