মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

টানা পাঁচ ম্যাচে হার মোস্তাফিজদের

টানা পাঁচ ম্যাচে হার মোস্তাফিজদের

স্বদেশ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ১৬তম আসরে হারের বৃত্তেই আটকে আছে দিল্লি ক্যাপিটালস।

আসরের শুরু থেকে লখনৌ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স, রাজস্থান রয়েলস, মুম্বাই ইন্ডিয়ান্সের পর আজ পঞ্চম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারল দিল্লি।

শনিবার বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৭৪ রান করে বেঙ্গালুরু।

১৭৫ রানের টার্গেট তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দিল্লি। ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫১ রান করতে পারে দিল্লি। দলের হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৫০ রান করেন মনোশ পান্ডিয়া। ২৩ রানে জয় পায় বেঙ্গালুরু।

টানা পাঁচ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877