স্বদেশ ডেস্ক:
বলিউড তারকাদের ক্রিকেটপ্রীতির কথা কারোই অজানা নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তো দলই আছে শাহরুখ খান, প্রীতি জিনতার মতো তারকাদের। মাঠেও নিয়মিত এই দুই তারকা। সেই তুলনায় বলিউডের ‘ভাইজান’ সালমান খানের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক খুব একটা শোনা যায় না। তবে তিনিও নেন ক্রিকেটের খোঁজখবর। তার প্রিয় ক্রিকেটার ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বৃহস্পতিবার টুইটারে প্রকাশ হওয়া এক ভিডিওতে নিজের প্রিয় ক্রিকেটারের নাম উল্লেখ করেন সালমান। খবর জিও টিভির।
একটি অল্পবয়সী ছেলে তৎক্ষণাৎ বলে উঠল, ‘এমএস ধোনি!’ সালমান তখন হেসে বললেন, ‘হ্যাঁ, এমএস ধোনি। আমার প্রিয়।’ এরপরে শিশুদেরকে বলেছেন, তিনি বিশ্বাস করেন ধোনি ‘খুব বিশেষ কিছু করবেন। এবারও ক্রিকেটে চেন্নাইয়ের প্রতি ধোনির ভালোবাসা বিশেষ কিছু বয়ে আনবে।’