রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

নিউইয়র্কে পুলিশের সুবিধা বাড়ানোতে ঘাটতি ৭’শ মিলিয়ন ডলার

নিউইয়র্কে পুলিশের সুবিধা বাড়ানোতে ঘাটতি ৭’শ মিলিয়ন ডলার

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও নিউইয়র্ক সিটির বৃহত্তম পুলিশ ইউনিয়নের মধ্যে যে চুক্তিটি হয়েছে, তা প্রশংসিত হলেও এর ফলে নগরীর বাজেট ঘাটতি আরো ৭০০ মিলিয়ন ডলার বাড়বে বলে নতুন এক বিশ্লেষণে দেখা গেছে।

নতুন শ্রম চুক্তিতে পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনকে তহবিল বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সিটি হল। অবশ্য, এটি এখনো পিবিএর সদস্যরা অনুমোদন করেনি। মুদ্রাস্ফীতির নিচেই বেতন বৃদ্ধিকে রাখায় বাজেট পর্যবেক্ষণকারীরা অ্যাডামসের প্রশংসা করলেও বাজেট ঘাটতি বেড়ে যাবে বলে অনেকেই আশঙ্কা করছেন।

সিটিজেন বাজেট কমিশনের আনা চ্যাম্পেনি বলেন, অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এসব বৃদ্ধি যৌক্তিক মনে হলেও নগর কর্তৃপক্ষ তাদেরকে তহবিল প্রদানের সময় দরকষাকষির সুযোগটি হাতছাড়া করেছে।

রাজ্যের কম্পট্রোলার টম ডিন্যাপোলি সতর্ক করে দিয়ে বলেছেন যে ২০২৫ সাল নাগাদ নগরীর বাজেট ঘাটতি হতে পারে ৮.৯ বিলিয়ন ডলার। আর ২০২৭ সাল নাগাদ তা বেড়ে হতে পারে ১৩.৯ বিলিয়ন ডলার।

অবশ্য ঘাটতি হ্রাস করার জন্য অ্যাডামস নগরীর বেশির ভাগ সংস্থাকে দুই দফা বাজেট ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন। এতে করে ছয় বিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন চুক্তির ফলে আগস্ট থেকে পিবিএর বেতন বাড়বে ৩.৫ ভাগ করে। আর ২০২৪ সালের আগস্ট থেকে তা বাড়বে ৪ ভাগ হারে। গত ফেব্রুয়ারিতে আরেকটি বড় লেবার ইউনিয়ন ডিসি ৩৭ যে চুক্তি করেছিল, তাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল ৩ ভাগ হারে।

নগরীর জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সংস্থা যদি একই ধরনের বৃদ্ধির সুবিধা লাভ করে, তবে আগামী পাঁচ বছরে নগরীর শ্রম ব্যয় বাড়বে ১৭ বিলিয়ন ডলার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877