সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

ঈদে সিয়াম-পূজার চমক

ঈদে সিয়াম-পূজার চমক

স্বদেশ ডেস্ক:

নানা চমক দিয়ে সাজানো হয় ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবার মূল চমক থাকছে উপস্থাপনায়। কারণ এই ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় তারকাদের। উপস্থাপনার পাশাপাশি থাকছে তাদের পরিবেশনায়ও।

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ এই আয়োজনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পূজা চেরি। তারা যৌথভাবে উপস্থাপনার পাশাপাশি নৃত্য পরিবেশন করবেন। এছাড়া সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে। সেই সঙ্গে নিজ নিজ নাচ, গান, অভিনয়েও থাকছেন তারা।

অনুষ্ঠানে হারানো দিনের গানে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়াও থাকছে ব্যান্ড ‘জলের গান’র পরিবেশনা, মমতাজের একক গান, শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে নৃত্য, মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা, মেট্রোরেল নিয়ে একটি নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক।

সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় ‘আনন্দ মেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877