রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা
নিউইয়র্কে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বয়স্কদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

নিউইয়র্কে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বয়স্কদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

স্বদেশ ডেস্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার, দোয়া মাহফিল এবং বয়স্কদের কুরআন তেলাওয়াত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল রোববার বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে ধর্মীয় উদ্দিপনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  পবিত্র কুরআন তেলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির সঞ্চালনায় এ প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন মসজিদ বেলালের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম, পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের রশীদ, পার্কচেষ্টার ইসলামি সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক এবং বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, পিআইসি’র সভাপতি রাশেদুজ্জামান, স্টার্লিং ফার্মেসী এবং স্টারলিং ডায়গনস্টিকসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল হাসিম হাসনু, আবিরসহ নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নেন। বিচারকগণ পাঁচজনকে বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে দেয়া হয় ৫০০ ডলার, দ্বিতীয় বিজয়ীকে ৩০০ এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী তিনজনকে ১০০ ডলার করে নগদ পুরষ্কার প্রদান করা হয়। সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠানে। ইফতারের পূর্বে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের রশীদ।
ইফতার ও ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে খাবার সরবরাহ করে গোল্ডেন প্যালেস ক্যাটারিং। সুস্বাদু খাবার পরিবেশনের জন্য গোল্ডেন প্যালেসকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।
বাংলাবাজারের ব্যবসায়ীরা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।
বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ চৌধুরী জাকি ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877