শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা কার্যকর করা বড় চ্যালেঞ্জ : কাদের

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা কার্যকর করা বড় চ্যালেঞ্জ : কাদের

স্বদেশ ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কার্যকর করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে পাঁচ দিন এবং পরে সাত দিন সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

তিনি বলেন, ঈদযাত্রায় যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ এবং বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে সে নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে গাজীপুর প্রথম অগ্রাধিকার। এ প্রকল্পের রাস্তা যেন চলাচলযোগ্য থাকে সে ব্যাপারে বাস র‌্যাপিড ট্রানজিটকে (বিআরটি) নির্দেশনা দেন মন্ত্রী।

তিনি আরো জানান, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় এক শ’টি বৈদ্যুতিক বাস চলবে। এক্ষেত্রে যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনমন্ত্রী ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরুত্বারোপ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877