রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

টেকনাফে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

টেকনাফে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে ভারি বর্ষণে পাহাড় ধসে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের পুরান পল্লানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-পুরান পল্লান পাড়ার মোহাম্মদ মুন্নার ছেলে মেহেদী হাসান (৮)ও মোহাম্মদ আলমের মেয়ে আলিফা (৭)।

স্থানীয়রা জানায়, ভোরে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই পরিবারের লোকজন আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক খান আলম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, বারবার সতর্ক করার পরও পুরাতন পল্লান পাড়ায় পাহাড়ে বসবাস করে আসছিল স্থানীয় লোকজন। ভারি বর্ষণ শুরু হলে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা পাহাড়ে থেকে যায়। ফলে দুর্ঘটনায় ওই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877