স্বদেশ ডেস্ক:
তাইওয়ানকে ঘিরে ৭১টি যুদ্ধবিমান আর ৯টি রণতরীর মহড়া চালিয়েছে চীন। শনিবার তিন দিনের মহড়ার প্রথম দিনেই অন্তত ৪৫টি যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনে প্রবেশ করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের সাথে বৈঠক করায় ক্ষুব্ধ চীন এই মহড়া শুরু করেছে। তবে চীনের ‘ইউনাইটেড শার্প সোর্ড’ নামের এই মহড়ার নিন্দা করেছে তাইওয়ান।
শনিবার মহড়ার কথা জানিয়ে চীনা সামরিক বাহিনরি ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী বাহিনীর বিরুদ্ধে এটি একটি মারাত্মক হুঁশিয়ারি। এটি জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয় একটি পদক্ষেপ।
ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তাইওযানকে চার দিক দিয়ে ঘিরে ফেলতে ও সন্ত্রস্ত্র করতে একটি একটি সঙ্ঘবদ্ধ টহল।
তাইওয়ানের প্রেসিডেন্টের সফরের আগেই চীন ঘোষণা করেছিল, যুক্তরাষ্ট্রের কোনো সরকারি রাজনীতিবিদের সাথে সাক্ষাত করলে কঠোর পরিণতি বরণ করতে হবে।
চীন দাবি করে আসছে যে তাইওয়ান হলো চীনের অবিচ্ছেদ্য অংশ। এমনকি শক্তিপ্রয়োগে তাইওয়ানকে একীভূত করার সম্ভাবনাও কখনো উড়িয়ে দেয়নি।
তাইওয়ান অবশ্য এই দাবি মানে না।
সূত্র : সিএনএন