স্বদেশ ডেস্ক:
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ইসলাম গ্রহণের পর এবারই প্রথম রমজান মাস এলো রাখির জীবনে। জীবনের প্রথম রোজা রেখে সে কথা জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে। বিভিন্ন সময়ে ইফতার পার্টির ছবিও পোস্ট করেছেন তিনি। তবে এবার নমাজ পড়তে গিয়ে ‘ভুল’ করে বসলেন রাখি। আর তা নজর এড়ায়নি তার অনুসারীদের।
নামাজ পড়ার যে ছবি পোস্ট করেছেন রাখি, তাতে দেখা যায় হিজাবে মাথা ঢাকা তার। তবে সালোয়ারের সঙ্গে যে প্যান্ট পরেছিলেন তো বেশ কিছুটা ছোট ছিল। পায়ের একটা অংশ বেরিয়ে থাকায় মনঃক্ষুণ্ণ হয়েছেন অনেকেই।
অনেকেরই ধারণা, তিনি ইসলামকে অপমান করছেন। একজন লেখেন, ‘আপনি নামাজ পড়ছেন খুব ভালো কথা, কিন্তু আদবকায়দাগুলো শিখে নিন।’ আরেকজন লিখেছেন, ‘নামাজ পড়ার সময় মাথা থেকে পা ঢেকে রাখতে হয়।’ অনেকে আবার আপত্তি জানিয়েছেন রাখির নখে নেইলপালিশ দেখে। তাদের দাবি, নমাজ পড়ার সময় নখে রং ব্যবহার করা যাবে না।
কয়েক দিন আগে চুইংগাম চিবিয়ে রোজা ভাঙার কথা নিজেই জানিয়েছিলেন রাখি। এবার ভুল পোশাকের জন্য কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।