সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

ইভটিজিংয়ের দায়ে রিকশাচালককে ৬ মাসের কারাদণ্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

স্বদেশ ডেস্ক:

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইভটিজিংয়ের দায়ে জাকির হাওলাদারকে (৪৪) নামের এক অটোরিকশাচালককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। আজ শনিবার সকালে উপজেলার কলেজ মোড় থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা সদরের কলেজ মোড় এলাকার এক স্কুলছাত্রীকে উপজেলার দাসেরকাঠি গ্রামের অটোরিকশাচালক জাকির হাওলাদার স্কুলে যাওয়া আসার পথে ইভটিজিং করতেন। এ ঘটনা ওই ছাত্রী তার বাবাকে জানালে মেয়েটির বাবা বিষয়টি থানা-পুলিশকে জানান।

পরে পুলিশ আজ শনিবার সকালে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকিরকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ