শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

৪০০ কোটির ক্লাবে ‘সাহো’

৪০০ কোটির ক্লাবে ‘সাহো’

স্বদেশ ডেস্ক:

মুক্তির পর ‘সাহো’ সমালোচকদের তেমন খুশি করতে পারেনি। অনেকে এর গল্প ও চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বক্স অফিস কাঁপাচ্ছে অ্যাকশন-থ্রিলারটি। মাত্র ১০ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৪শ কোটি রুপি আয় করে নিয়েছে। সাহোর টুইটার পেজ থেকে এমনটিই জানানো হয়েছে।

তরুণ পরিচালক সুজিতের ‘সাহো’ সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, অরুণ বিজয়, জ্যাকি শ্রফ, চাঙ্কি পা-ে, মন্দিরা বেদিসহ অনেকে। ৩০ আগস্ট ‘সাহো’ বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির মাত্র দুদিনেই সিনেমাটি ২০০ কোটি রুপি ঘরে তোলে।

সিনেমা বিশ্লেষক শুভ্রা গুপ্তা বলেছেন, ছবির শুরুটা দুর্দান্ত। ঝকঝকে, হাই অ্যাকশন থ্রিলার। উঁচু বাড়িঘর, এতই চকচকে মনে হবে যেন সোনায় মোড়ানো। কালো পোশাকের গুণ্ডা, চোখধাঁধানো আস্তানা, লাস্যময়ী সহচর। পোশাক পরা বা পোশাক ছাড়া পুলিশ। সবাই মিলে খুঁজছে বিপুল পরিমাণ চুরি হয়ে যাওয়া অর্থ। সবার ওপরে আছেন প্রভাস।

সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877