রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

প্রাচীন কবরে স্মার্টফোন

প্রাচীন কবরে স্মার্টফোন

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার ২ হাজার ১৩৭ বছর আগেকার এক সমাধিতে মিলেছে স্মার্টফোনের মতো একটি বস্তু। রাশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের জলাধারের নিচে এক তরুণীর পুরনো কবরে সন্ধান পাওয়া গেছে এই স্মার্টফোনের। তবে প্রাচীন যুগের একটি কবরে কীভাবে এ স্মার্টফোনের মতো জিনিস পাওয়া গেল, তার সদুত্তর দিতে পারছেন না প্রত্মতাত্ত্বিকরা।

রাশিয়ার সায়ানো-শুশেনস্কায়া বাঁধের কাছের আলা জলাধার থেকে পানি সরিয়ে দেওয়া হয়েছিল। পানি সরতেই সন্ধান মেলে কয়েকটি প্রাচীন কবরের।

বিশেষজ্ঞদের দাবি, কবরটি ২ হাজার ১৩৭ বছর আগে জিওনগু শাসন আমলের এক ধনী ও সম্ভ্রান্ত হুনু তরুণী নাতাশার। ওই তরুণী দক্ষিণ রাশিয়ার গ্রামীণ অঞ্চলে থাকতেন। কবরগুলো খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের।

আইফোনের মতো দেখতে বস্তুটি নাতাশার পোশাকে সেটে রাখা হয়েছিল। সেটি কালো রতœপাথরের খচিত। দামি পাথরগুলো সারিবদ্ধভাবে বসানো হয়েছিল। প্রত্মতাত্ত্বিক পাভেল লিওস বলেন, নাতাশার কবরটি হুনু যুগের (জিওনগু)। সেখানে ‘আইফোন’ পাওয়ায় ব্যাপারটি এখন সবচেয়ে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। ওই কবরের হাড়গোড়ের সঙ্গে বেল্টও ছিল। বেল্টটি চীনের উজহু মুদ্রায় সজ্জিত ছিল। আর সে কারণে এটি কোন সময়ের, তা জানতে সুবিধা হয়েছে।

রাশিয়ার আলাতে নেক্রোপলিসের কাছে বাঁধের উজানের এ জলাধারে পুরনো কবরটির সন্ধান মিলেছে পানির ৫৬ ফুট নিচে। সেখানে আশপাশে ১১০টি কবরের সন্ধান মিলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877