স্বদেশ ডেস্ক:
পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার সম্পর্ক নিয়ে আলোচনার অন্ত নেই। বর্তমানে টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন তারা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন এই দু’জন। কিন্তু এই দু’জনের কেউ-ই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বন্ধু-বান্ধবের মুখ থেকেই ফাঁস হয়ে যাচ্ছে খবর। এ বার তাদের বিয়ের খবর দিলেন গায়ক, অভিনেতা হার্ডি সন্ধু।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, হার্ডি সন্ধু এক সাক্ষাৎকারে বলে, পরিণীতি যে শেষমেষ বিয়ের পিড়িতে বসতে চলেছে, এতেই সে আনন্দিত। তার কথায়, “আমি ভীষণ খুশি যে ব্যাপারটা অবশেষে ঘটছে ! পরিণীতিকে আমার আন্তরিক শুভেচ্ছা। সব ভাল হোক।”
পরিণীতি এখন রয়েছেন দিল্লিতে, রাঘবেরই সঙ্গে। মুম্বাইয়ের এক রেস্তরাঁয় পর পর দু’দিন একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সেই থেকে গুঞ্জন শুরু। লন্ডনে একসঙ্গে কলেজে পড়তেন রাঘব-পরিণীতি, তখনই বন্ধুত্ব।