সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

উত্তর কোরিয়া থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র নেবে রাশিয়া

উত্তর কোরিয়া থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র নেবে রাশিয়া

স্বদেশ ডেস্ক:

উত্তর কোরিয়ার কাছ থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র সরবরাহ করবে রাশিয়া। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার মার্কিন প্রশাসন এই সংশয় প্রকাশ করেছে।

মার্কিন প্রশাসন বলেছে, তাদের কাছে এমন প্রমাণ রয়েছে, যা দেখে তারা বুঝতে পারছেন, পিয়ংইয়ংকে খাদ্য সহায়তা দিয়ে তাদের কাছ থেকে অস্ত্র নিতে চায় মস্কো।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে এটি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ। পশ্চিমা বিশ্বের অভিযোগ, ১৩ মাস ধরে চলমান এ যুদ্ধে অস্ত্রের ঘাটতি মেটাতে রাশিয়া ‘দুর্বৃত্ত’ দেশগুলোর দিকে ঝুঁকছে।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, এই প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে রাশিয়া পিয়ংইয়ং থেকে দুই ডজনেরও বেশি ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাবে।

তিনি বলেন, ‘আমরা এটাও বুঝি যে, রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধিদল পাঠাতে চাইছে এবং রাশিয়া যুদ্ধাস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়াকে খাবার দিতে চাচ্ছে।’

এর আগে মার্কিন প্রশাসন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযোগ করে যে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে ডজন ডজন ড্রোন বিক্রি করেছে। রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারও উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্রের ডেলিভারি নিয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, কিম জং উনের ১১ বছরের শাসনামলের মধ্যে চলতি বছর খাদ্যসংকট চরমে পৌঁছেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877