সোমবার, ০৬ মে ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এপ্রিলে তুরস্ক যেতে পারেন পুতিন

এপ্রিলে তুরস্ক যেতে পারেন পুতিন

স্বদেশ ডেস্ক:

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে যোগ দিতে ২৭ এপ্রিল তুরস্ক সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার সন্ধ্যায় বেসরাকারি টিভি চ্যানেল এটিভিতে প্রচারিত এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এমন তথ্য দিয়েছেন।

এরদোগান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে যোগ দিতে পুতিন তুরস্কে আসতে পারেন। আবার অনলাইনেও যুক্ত হতে পারেন। তবে আমরা প্রথম পদক্ষেপটি অবলম্বনের চেষ্টা করব।

তিনি আরো বলেন, তুরস্ক আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পাওয়ার ইউনিটে জ্বালানি লোড করবে। এরপর আগামী ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এটিকে পারমাণবিক সুবিধার মর্যাদা দেবে।

এদিকে ক্রেমলিন গত রোববার পুতিনের তুরস্ক সফরবিষয়ক প্রতিবেদনকে অস্বীকার করেছে। তারা জানিয়েছে, গত শনিবার পুতিন ও এরদোগানের মাঝে ফোনালাপ হয়। এ সময় দুই নেতা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ জ্বালানি খাতে যৌথ কৌশলগত প্রকল্পের সফল বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়েছে।

জানা যায়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মেরসিন প্রদেশের আক্কুয়ু শহরে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটির চুল্লি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)। প্রকল্পটি বাস্তবায়নে ২০ মিলিয়ন ডলার ব্যয় হবে। এর ক্ষমতা হবে ৪,৮০০ মেগাওয়াট। এ প্রকল্প বাস্তবায়ন হলে তুরস্ক বেসামরিক পারমাণবিক শক্তির অধিকারী কয়েকটি দেশের তালিকায় স্থান পাবে।

তুরস্ক এর আগেই ঘোষণা দিয়েছিল যে ২০২৩ সালের মধ্যে তারা আক্কুয়ুতে প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র চালু করবে।

এ মাসের শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনে যুদ্ধের অভিযোগে পুতিনের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ক্রেমলিন। এ পরোয়ানাকে আইনত অকার্যকর বলে বর্ণনা করে মস্কো। কারণ, আইসিসি গঠনের চুক্তিতে রাশিয়া সই করেনি। তুরস্কও এ চুক্তিতে নেই।

সূত্র : রয়টার্স/আলজাজিরা নেট ও অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877