স্বদেশ ডেস্ক:
মেক্সিকোর একটি অভিবাসন ক্যাম্পে আগুনে ৩৭ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজে এ দুর্ঘটনা ঘটে বলে মঙ্গলবার ভোরে চিহুয়াহুয়া রাজ্যের এক বিবৃতিতে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় অভিবাসন প্রতিষ্ঠান- ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) অফিসে এ অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে দেশটির বিভিন্ন রাস্তা থেকে ৭১ জনকে ধরে এনে রাখা হয়েছিল।
আগুনে নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সূত্র : সিএনএন