শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে সিলেট বিভাগের বৃহতম সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সুপরিসরে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল।গত ২৬শে মার্চ রবিবার কুইন্সের উঠ হেভেন ব্লু বার্ডের জয়া হলের সুপরিসর পার্টী হলে আয়োজিত জনাকীর্ণ ইফতারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান।সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় মঞ্চে অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সংগঠনের সম্মানিত বোর্ড অব ট্রাস্টি সদস্য বদরুন নাহার খান মিতা,এটর্নী মঈন চৌধুরী,কাউসারুজ্জামান কয়েছ,ছদরুন নূর,অনুষ্ঠানের আহ্বায়ক সহসভাপতি শফিউদ্দীন তালুকদার,সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাসিব মামুন,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় মুল অনুষ্ঠান।উপস্থিত ছিলেন সর্বজনাব মেজবাহ আহমদ,আব্দুল মুহিত,শেখ শফিকুর রহমান,জাবেদ উদ্দীন,আতাউর রহমান সেলিম,আহমেদ জিল্লু,সোহান আহমদ টুটুল প্রমূখ।এছাড়াও অতিথি হিসেবে সিলেট বিভাগের নিউইয়র্কস্থ বিভিন্ন জেলা ও উপজেলা সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের উপস্থিতের মধ্যদিয়ে জয়া হলের প্রতিটি আসন কানায় কানায় পরিপূর্ন হয়ে ইফতার পার্টী সিলেট বিভাগের প্রতিটি প্রান্তের মানুষের মিলন মেলায় পরিনত হয়ে উঠে। পবিত্র আজানের ধ্বনিতে উপস্থিত রোজাদাররা ইফতার পর্ব সাড়েন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান বক্তব্যে বলেন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক একটি সুসংগঠিত সংগঠন কোন ষড়যন্ত্র করে এই সংগঠনকে দূর্বল করা যাবেনা।আজকের এই জনাকীর্ণ সকল স্তরের মানুষের উপস্থিতে প্রমান করে এই সংগঠনের ভিত অত্যন্ত শক্ত।তিনি সবাই কে উপস্থিতির ধন্যবাদ জ্ঞাপন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877