মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

ছোট ভাইয়ের ঘুষিতে হাসপাতালে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের ঘুষিতে হাসপাতালে বড় ভাইয়ের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুরে টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়ায় ছোট ভাই আশরাফুলের কিল-ঘুষিতে বড় ভাই খুরশেদ আলম (৪১) নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরান হাটি গ্রামে নিজেরদের বাড়িতে এ ঘটনা ঘটে। তারা মৃত কনাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে নিজ বাড়িতে টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া হয় আশরাফুল ও খুরশেদের মধ্যে। একপর্যায়ে একে অপরকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে বড় ভাই খুরশেদ আলম গুরুতর আহত হন। পরে খুরশেদ আলম নিজেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে ভর্তি হন। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুরশেদ মারা যান।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খুরশেদ আলম নামের একজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্তসাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877