স্বদেশ ডেস্ক:
রমজান মাসে ভিক্ষাবৃত্তি রোধে আরও কঠোর বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এ নিয়ে ইতোমধ্যে নতুন সতর্কতা জারি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভিক্ষাবৃত্তির কারণে জেল হতে পারে। সেইসঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২১ সালের ফেডারেল আদেশ-আইন নং ৩১-এর ৪৭৫ ধারার অধীনে পেনাল কোড অনুযায়ী দেশটিতে ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। এজন্য অভিযুক্তের তিন মাসের জেল এবং বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজারের বেশি টাকা জরিমানা হতে পারে।
এর আগে গত সপ্তাহের শুরুতে দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তিবিরোধী বার্ষিক ক্যাম্পেইন চালু করেছে। দেশটিতে রোজা আসলেই ভিক্ষাবৃত্তি বেড়ে যায়।