বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

রোজায় ভিক্ষা করলে ৩ মাসের জেল, লাখ টাকা জরিমানা

রোজায় ভিক্ষা করলে ৩ মাসের জেল, লাখ টাকা জরিমানা

স্বদেশ ডেস্ক:

রমজান মাসে ভিক্ষাবৃত্তি রোধে আরও কঠোর বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এ নিয়ে ইতোমধ্যে নতুন সতর্কতা জারি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভিক্ষাবৃত্তির কারণে জেল হতে পারে। সেইসঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালের ফেডারেল আদেশ-আইন নং ৩১-এর ৪৭৫ ধারার অধীনে পেনাল কোড অনুযায়ী দেশটিতে ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। এজন্য অভিযুক্তের তিন মাসের জেল এবং বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজারের বেশি টাকা জরিমানা হতে পারে।

দেশটির পাবলিক প্রসিকিউশন জোর দিয়ে বলেছে, আমিরাতে যেকোনো উপায়ে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ। আর ভিক্ষাবৃত্তির কারণে কেউ ধরা পড়লে তাকে বিচারের আওতায় আনা হবে।

এর আগে গত সপ্তাহের শুরুতে দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তিবিরোধী বার্ষিক ক্যাম্পেইন চালু করেছে। দেশটিতে রোজা আসলেই ভিক্ষাবৃত্তি বেড়ে যায়।

গত সপ্তাহে দুবাই পুলিশের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার সাঈদ সুহেইল আল আয়ালি বলেন, গত রমজানে ৬০৪ জনকে আটক করা হয়। এরমধ্যে ভিক্ষুক ছিলেন ৩৮২ জন এবং ২২২ জন ছিলেন অবৈধ ব্যবসায়ী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877