মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

ন্যাটোকে নিয়ে সুর নরম রাশিয়ার?

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

স্বদেশ ডেস্ক:

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তবে এবার যেন সুর পাল্টালেন তিনি। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের পরিকল্পনা করছে না মস্কো। আলোচনার মাধ্যমে মস্কো সংকটের সমাধান করতে চায়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

তবে তিনি সতর্ক বার্তাও দিয়েছেন। মেদভেদেভ বলেন, ক্রিমিয়ান উপদ্বীপ দখলে ইউক্রেনের কোনো প্রচেষ্টা মস্কোর জন্য কিয়েভের বিরুদ্ধে যেকোনো অস্ত্র ব্যবহার বৈধ হবে।

এর আগে রাশিয়ার এ সাবেক প্রসিডেন্ট দাবি করেন, ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করছে ন্যাটো।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মেদভেদেভ। গত বুধবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশের বাইরে ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের যেকোনো ধরনের প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে মস্কো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ