স্বদেশ ডেস্ক: আলোর স্বল্পতায় বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্টটির তৃতীয় দিনের খেলা শেষ হয়েছিল ২০ মিনিট আগেই। সেই ঘাটতি পুষিয়ে নিতে চতুর্থ দিন ২০ মিনিট আগে খেলা শুরু করার কথা জানিয়ে দিয়েছিলেন আম্পায়রার। কিন্তু বৃষ্টির বাধায় চতুর্থ দিনের খেলা শুরু করা যায়নি। রোববার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকায় এখনও শুরু করা যায়নি চতুর্থ দিনের খেলা।
বৃষ্টের কারণে ঢেকে রাখা হয়েছে উইকেটও। নির্ধারিত ৯টা ৪০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। অবশ্য রোববার ও সোমবার বৃষ্টি হবে বলে শনিবারই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। পাশাপাশি বাংলাদেশের জন্যে এই বৃষ্টি যেন স্বস্তিরও বিষয়! কারণ আগের দিন দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান তুলে ম্যাচে নিজেদের অবস্থানটা বেশ মজবুই করেছে সফরকারীরা। হাতে দুই উইকেট রেখে আফগানদের লিড দাঁড়িয়েছে ৩৭৪ রানে। চতুর্থ দিনে আফগানদের লক্ষ্য থাকবে যতো দ্রুত সম্ভব এই লিডকে আরো বাড়িয়ে নিয়ে চতুর্থ ইনিংসে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জের ঠেলে দেয়া।