মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজকের সেহরির শেষ সময়

আজকের সেহরির শেষ সময়

স্বদেশ ডেস্ক:

বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস। খোশ আমদেদ মাহে রমজান, আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়।

এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরান শরীফ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে।

এ বছর রমজান শুরু হচ্ছে শুক্রবার (২৪ মার্চ) থেকে। সে হিসেবে বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে তারাবিহ নামাজ পড়তে হবে। আর শেষ রাতে সেহরি খেতে হবে। আসুন জেনেনি সেহরি ও ইফতারের সময়।

আগে থেকে সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৪টা ৩৯ মিনিট পর্যন্ত সেহরি খাওয়া যাবে। ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে ৪টা ৪৫ মিনিটে। এটি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।

সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।

তাই সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এ ছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877