বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশতম আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ‘গোল্ডেন ডাক’ মারেন জনি বেয়ারস্টো। ওভারের দ্বিতীয় বলে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের কাছে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরেন ইংলিশ এ ব্যাটসম্যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৯ রান স্বাগতিকদের। বৃহস্পতিবার ওভালে টস জিতে অদ্ভুতভাবেই পেস আক্রমণের স্বর্গরাজ্যে স্পিন দিয়ে বোলিং ওপেন করেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
ম্যাচে দলের লেগ স্পিনার ইমরান তাহির এবং তরুণ পেসার লুঙ্গি এনগিডিকে দিয়ে শুরু করেন বোলিং। এতে শুরুতেই আসে সাফল্য। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বেয়ারস্টোকে ফেরত পাঠিয়ে ম্যাজিক দেখান ইমরান তাহির।
এতে করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ‘গোল্ডেন ডাক’ এর ঘটনা দেখা গেল। আর এই বিব্রতকর রেকর্ডের মালিক হয়ে গেলেন জনি বেয়ারস্টো।
ইংল্যান্ডের দল
ইয়ান মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
দক্ষিণ আফ্রিকার দল
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, অ্যাডান মার্কওরাম, ডেভিড মিলার, ইমরান তাহির, ডেল স্টেইন, আন্দিল ফেহলুকাওয়ো, কাগিসো রাবাদা, ডোয়েন প্রিটোরিয়াস, আনরিচ নর্টিজ, লুঙ্গি এনডিগি, রাশি ভেন দার দাসুন ও তাব্রিজ শামসি।