রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’
মসজিদুল আকসায় প্রথম তারাবিতে অসংখ্য মুসল্লি

মসজিদুল আকসায় প্রথম তারাবিতে অসংখ্য মুসল্লি

স্বদেশ ডেস্ক:

ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলাখ্যাত মসজিদুল আকসায় রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন অসংখ্য মুসল্লি। জেরুসালেম, পূর্বতীরসহ বিভিন্ন অঞ্চল থেকে তারা আগমন করেন। এদিন মসজিদ ও মসজিদের আঙ্গিনা মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

আলজাজিরা জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদুল আকসায় অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। পুরো মাসজুড়ে সেখানে তারাবির নামাজ, ইফতার আয়োজন, কুরআন তেলাওয়াতসহ নানা আয়োজন রয়েছে।

ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলি কার্যক্রমের সমন্বয়কারী মেজর জেনারেল ঘাসান আলিয়ান এক বিবৃতিতে মসজিদুল আকসায় রমজানের নামাজ নিয়ে বিশেষ নির্দেশনার কথা জানিয়েছেন। তিনি বলেন, রমজান মাসে মসজিদুল আকসায় ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা নামাজ পড়ার অনুমতি পাবেন। তাছাড়া সব বয়সী নারী, শিশু এবং ১২ বছর বয়স পর্যন্ত ছেলেরাও অনুমতি পাবেন। আর ৫৫ বছরের বেশি বয়সীদের অনুমতির প্রয়োজন নেই।

গত কয়েক মাস ধরে ফিলিস্তিনি শহরগুলোতে ইসরাইলি সামরিক অভিযান আগের চেয়ে তীব্র আকার ধারণ করেছে। বিশেষত পূর্ব জেরুসালেম ও পশ্চিমতীরজুড়ে বিরাজ করছে উত্তেজনা। ফিলিস্তিনের তথ্য অনুসারে ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরাইলি দখলদার বাহিনীর হাতে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা মুবাশির

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877