স্বদেশ ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৬০ বলে শতক হাঁকান মুশফিকুর রহিম। তার সেই রেকর্ড সেঞ্চুরির রেশ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। ৪ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি৷ যা বাংলাদেশীদের মাঝে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার সেরা।
মুশফিক এগিয়ে গেলেও পিছিয়েন তামিম ইকবাল খান। ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাওয়া তামিম তিন ধাপ পিছিয়ে আছেন ২২তম স্থানে। বাকিদের অবস্থান অপরিবর্তিত।
অপরিবর্তিত আছে বোলারদের র্যাঙ্কিংও। যথারীতি বাংলাদেশের বোলারদের মাঝে শীর্ষে থাকা সাকিব আল হাসান রয়েছেন ৬ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো মাঠে না নামলেও মেহেদি হাসান মিরাজ রয়েছেন ১৬ নম্বরে।