স্বদেশ ডেস্ক:
দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল সোমবার শি রাশিয়ায় পৌঁছেছেন। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎও করেছেন। আজ মঙ্গলবারও এই দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। এই নিয়ে শির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধাপরাধ করছে তা বন্ধে পুতিনকে চাপ দিতে শির প্রতি আহ্বান জানিয়েছেন জন কিরবি। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি আরও আহ্বান জানান যে, রাশিয়া যেন ইউক্রেন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতি চাওয়া যথেষ্ট নয়।
এদিকে পুতিন বলেছেন, তিনি শির দেওয়া ১২ শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। পুতিন আরও বলেন, আমরা আলোচনারর জন্য সর্বদাই উন্মুক্ত।