শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

আবার ছাঁটাই অ্যামাজনে, চাকরি খোয়াতে চলেছেন ৯ হাজার কর্মী

আবার ছাঁটাই অ্যামাজনে, চাকরি খোয়াতে চলেছেন ৯ হাজার কর্মী

স্বদেশ ডেস্ক:

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাই অব্যাহত রয়েছে। আবার কর্মী সঙ্কোচনের পথে হাঁটল অ্যামাজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। সোমবার এই কথা ঘোষণা করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি।

এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল অ্যামাজন। গত জানুয়ারি মাসে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল ওই সংস্থা। এর জেরে চাকরি হারান অ্যামাজনের বহু কর্মী।

বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ডেল। বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এই বহুজাতিক সংস্থা। ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোও।

গত নভেম্বরে ছয় হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় চার হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। কর্মী ছাঁটাই করা হয়েছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটে। একসাথে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই। অতীতে ফেসবুক, টুইটারও একই পথ অনুসরণ করেছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877