বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

‘আমরা মুসলিম বিশ্বের সঙ্গে একাত্ম হতে চাই’

‘আমরা মুসলিম বিশ্বের সঙ্গে একাত্ম হতে চাই’

স্বদেশ ডেস্ক:

বাঙালি বীরের জাতি তা আবারও প্রমাণ করতে হবে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমরা মিয়ানমারের সামরিক জান্তার কাছে পর্যুদস্ত হব না। আমরা স্ব-সম্মানে রোহিঙ্গা জনগোষ্ঠিকে আরাকানে পাঠিয়ে দেব। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না।’

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটির উদ্যোগে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা মুসলিম বিশ্বের সঙ্গে একাত্ম হতে চাই। আমরা আমাদের জনগোষ্ঠীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সব ধরনের অবিচার নির্যাতনের জবাব দেব। যেমন ৭১-এ দিয়েছি, তেমনি আবারও দেব।’

২০২৩ সালে বিএনপিকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে বলে মন্তব্য করে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাঙালি বীরের জাতি, সাহসী জাতি। এই অনির্বাচিত সরকার ধীরে ধীরে দুর্বল জাতিতে পরিণত করার চেষ্টা করছে। যে জাতির ভোটাধিকার থাকে না, আত্মরক্ষা করতে পারে না, যে জাতি সরকার দ্বারা গুমের শিকার হয় তারা কীভাবে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘সুতরাং আজকে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে। এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে এগিয়ে আসতে হবে। ২০২৩ সালে আরেকটি মুক্তি আমাদের করতে হবে, যার নেতৃত্ব দেবে বিএনপি এবং তারেক রহমান। এ যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র মুক্ত করা হবে।’

হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতিসংঘের রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে কথা উঠলে সেখানে চীনসহ ভারত এবং রাশিয়া মিয়ানমারের পক্ষ অবলম্বন করায় বাংলাদেশ এই সংকট সমাধান করতে পারছে না। বর্তমান শাসকগোষ্ঠীর পার্শ্ববর্তী দেশ প্রীতির কারণে। বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর দু-একটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি। সেই দু একটি রাষ্ট্রও তেমন ক্ষমতাধর নয়।’

তিনি বলেন, ‘ভারতের সীমান্তে কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি। অথচ এই সরকার (আওয়ামী লীগ) বলছে ভারত না চাইতেই আমরা সব দিয়েছি। এই সরকার যা কিছু করছে, তা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য।’

এই আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কলামিস্ট কালাম ফয়েজী। আয়োজক সংগঠনের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ূম, জাসদের সহ-সভাপতি এম জাবির, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জামিল, সাইফুল ইসলাম শিশির প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877