অবশেষে মাঠে গড়াচ্ছে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে ওভালে ম্যাচ শুরু হবে।
তবে সঠিক সময়ে এই ম্যাচ মাঠে গড়াতে বিলম্ব হতে পারে। কারণ ওভালে অনুষ্ঠেয় ম্যাচটিতে হানা দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত আকাশে মেঘ থাকবে। বিকেলে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।এদিকে যদি বৃষ্টি বেশি হয়, তবে ম্যাচ পরিত্যক্ত হতে পারে। আর যদি কিছুটা সময় হয়ে থেমে যায়, সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ফল বের করতে হবে।