মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

এক ঢিলে দুই পাখি মারলেন হিরো আলম

এক ঢিলে দুই পাখি মারলেন হিরো আলম

স্বদেশ ডেস্ক:

আলোচিত পুলিশ হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের আমন্ত্রণে সাড়া দেন দেশের একঝাঁক তারকাশিল্পী। দুবাইয়ের ওয়াল ফেমাস গোল্ড মার্কেট প্লেসে অবস্থিত গোল্ডের দোকান উদ্বোধনের অংশ নেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সাকিব আল হাসান, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, গায়ক নোবেলসহ আরও বিশ্বের অনেক তারকারা। ছিলেন এই সময়ে আলোচিত-সমালোচিত হিরো আলমও।

উদ্বোধনের অংশ নিতে হিরো আলম গত রোববার রাতেই দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। ফেরেন আজ রোববার সকালে। মাঝে ঘটে গেছে অনেক ঘটনা। কিন্তু আপন সুখে, মজ-মস্তিতে ছিলেন তিনি, বরং দুবাই থেকেই হিরো আলম বাংলাদেশ পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া।’

এদিকে, হিরো আলম যেমন সম্মানির বিনিময়ে সেখানে অংশ নিয়েছেন তার পাশাপাশি তিনি নিজের জন্যও বেশ কিছু কাজ করেছেন। আসন্ন রমজান উপলক্ষে কয়েকটি নতুন গানের মিউজক ভিডিও নির্মাণ করেছেন তিনি। আরাভ খানের আমন্ত্রণে দুবাই গিয়ে নিজের কাজও শেষ করার সুযোগ পেয়েছেন হিরো আলম। বলা যায়, এক ঢিলে দুই পাখি মারলেন তিনি।

হিরো আলম বলেন, ‘আমি তো দুবাই যাওয়ার আগেই বলেছি, সেখানে কিছু গানের কাজ করব। হাতে সেভাবেই সময় নিয়ে গেছি। যেহেতু একটি আমন্ত্রণে যাওয়া হয়েছে, তাই শুটিংয়ের লোভটাও সামলাতে পারিনি। এক যাত্রায় দুই কাজ করা। দুবাইয়ের মনোরম লোকেশনে বেশ কিছু নতুন গানের ভিডিও করেছি, যা রোজার মধ্যেই প্রকাশ করব। আশা করি, গান ও ভিডিওগুলো সবার ভালো লাগবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877