স্বদেশ ডেস্ক:
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভবন ক্রয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সঙ্কট চলছে। উভয়পক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে বিব্রত হচ্ছেন সিলেটের প্রবাসীরা। এ অবস্থায় শান্তিপূর্ণ সঙ্কট সমাধানের লক্ষ্যে যৌথ সভা করেছে বৃহত্তর সিলেটের ১৪টি সামাজিক সংগঠন। সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ শিপুর যৌথ আহবানে এ সভাটি অনুষ্ঠিত হয়।রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সবগুলো সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি আজমল খান। পরিচালনা করেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক জাভেদ উদ্দীন। সভায় জালালাবাদের ভবন ক্রয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। আলোচকরা যার যার মতামত তুলে ধরে এ সঙ্কট সমাধানে উপায়ে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জালালাবাদ এসোসিয়েশন বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন। ৩৮ বছর ধরে এটি সুনামের সঙ্গে কাজ করছে। একটি ভবন ক্রয়কে কেন্দ্র করে এই সুনাম ক্ষুণœ হতে পারে না। সঙ্কট সমাধানে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়া আহ্বান জানান তারা।সভায় সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, মৌলভী বাজার জেলা সমিতির সভাপতি আজমল খান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, মো. আবুল খায়ের, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক জাভেদ উদ্দীন, হবিগঞ্জ সোসাইটির সভাপতি দেওয়ান মুত্তাসির, সহ সভাপতি শেখ ফজলুল হক, সহ সভাপতি সাইফ আহমদ শামিম, জকিগঞ্জ সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ শিপু, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক জাভেদ আহমদ ওসমানীনগর এসোসিয়েশনের সাধরাণ সম্পাদক ফকরুল চৌধুরী মিসলু, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনকের পক্ষে শাহ রকিব আলী, সহ সভাপতি ফজল খান, নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জামাল হোসেইন, সাধারণ সম্পাদক মো. মাহবুব চৌধুরী, চুনারুঘাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফকরুল আবেদিন মাছুম উপস্থিত ছিলেন।সভায় বিদ্যমান সঙ্কট নিরসনে সামনে আরো বড় পরিসরে সভা করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।