স্বদেশ ডেস্ক:
রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর ইয়েকাতারিংবার্গের সাবেক মেয়র ইয়েভগেনি রইজম্যানকে (৬০) বৃহস্পতিবার আটক করেছে পুলিশ। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
পুতিন সরকারের তীব্র সমালোচক বিরোধীদলীয় এই নেতা। ১৫ লাখের বেশি রুশ নাগরিকের শহর ইয়েকাতারিংবার্গের মেয়র হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।
রাশিয়ার বিরোধীদলীয় কারাবন্দি নেতা অ্যালেক্সি নাভালনির নেতৃত্বাধীন সংগঠন সম্পর্কিত একটি বিতর্কিত পোস্ট করার কারণে পুলিশ বৃহস্পতিবার রইজম্যানকে আটক করেছে।
এদিকে রইজম্যানের আইনজীবীর দাবি- সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই তার। হয়তো এটা তার দলের কোনো সদস্য বা কোনো সমর্থক করেছেন।
গত বছরও রইজম্যানের বিরুদ্ধে রুশ সেনাদের অপব্যবহারের অভিযোগ ওঠে। এ অভিযোগের পর তাকে জনসমাবেশ করা, ইন্টারনেট, টেলিফোন, ইমেইল ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে তাকে জরিমানাও করেন আদালত।
রাশিয়ায় বিরোধী দলগুলোর অধিকাংশ নেতা হয়তো জেলে নতুবা দেশের বাইরে পলাতক। এখনো দেশে অবস্থান করা অল্প কয়েকজন নেতার মধ্যে রইজম্যান একজন।