স্বদেশ ডেস্ক:
জুলি তাদের গ্রামের স্কেটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। এবারও সে প্রথম হবে এমনটাই আশা। কিন্তু জুলির স্কি নষ্ট হয়ে গেছে। সেটা সারানোর জন্য টাকা দরকার। একই সঙ্গে আরেক সমস্যা তার সামনে আসে। জুলির বাবা নেকড়ের মুখ থেকে একটি ছাগলকে বাঁচিয়েছিল।
তাদের গ্রামের এক আত্মীয় মারা গেলে সবাই সেখানে ভেঁড়া বা ছাগল দেয়। তাই জুলিদেরও ছাগল দিতে হবে। তার বাবা নেকড়ের মুখ থেকে বাঁচানো সেই ছাগল দিতে চায়। কিন্তু জুলি রাজি হয় না।
জুলির সেই ছাগল বাঁচানো ও স্কি সারানোর টাকা সংগ্রহের অভিযানের গল্পে নির্মিত হয়েছে ইরানি সিনেমা ‘দ্য স্কিয়ার’। যা বাংলায় ডাবিং করে প্রচার হবে দুরন্ত টিটিতে। এটি প্রচার হবে আগামী শনিবার বিকেল ৩টায়।