রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত ১ লাখ ৯২ হাজার, মৃত দেড় সহস্রাধিক

করোনায় আক্রান্ত ১ লাখ ৯২ হাজার, মৃত দেড় সহস্রাধিক

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত বেড়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৯২ হাজার ৬০৫ জন। মারা গেছে এক হাজার ৫৫৮ জন।

গতকাল বুধবার আক্রান্ত হয়েছিল এক লাখ ১৫ হাজার ১৭৫ জন। মারা গিয়েছিল ৮৭৬।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯০৫ জন। মারা গেছে ৬৮ লাখ ১৪ হাজার ৮৭৫ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ২৫৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৬৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫০ হাজার ১৩৩ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৯৫৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৮৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ২৬৪ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮২ লাখ ৭৬ হাজার ১৯০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৯ হাজার ৩৪৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৩১০ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877