স্বদেশ ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের মাধ্যমে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তানভীর ইসলাম তার প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন। ফিরিয়েছেন ফিলিপ সল্টকে। স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে গোল্ডেন ডাক উপহার দিয়ে ফিরিয়েছেন তাকে।
অবশ্য অভিষেক ম্যাচের প্রথম বলটা ভালো হয়নি তানভীরের, প্রথম বলেই মালানের কাছে চারের মার খান তিনি। সব মিলিয়ে ৭ রান দিয়ে শেষ করেন নিজের প্রথম ওভার।
এর আগে মিরপুরের এ ম্যাচে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে শেষ ১৯ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ১৫১ রান; হাতে ৯ উইকেট।